ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে বাস-ট্রাক সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ভূঞাপুরে বাস-ট্রাক সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সরাতৈল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো নয়জন।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার ঈশ্বরদী থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আয়জুল হক (৭০) ও কুষ্টিয়ার দৌলতপুর এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে কুষ্টিয়াগামী রাজধানী এক্সপ্রেসের এক বাস ও ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। এসময় আহত হন আরো নয়জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।