ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ শুরু মে মাসে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ শুরু মে মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী বছরের মে মাসে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সৌদি সরকারের অর্থায়নে ১২শ’ ৯০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণ ব্যয় হবে ৫শ’ ৪০ কোটি টাকা।



এরই মধ্যে সেতুর টেন্ডার প্রক্রিয়া চলছে জানিয়ে সেতুমন্ত্রী জানান, আগামী ২৬ জানুয়ারি সিডিউল জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চরসৈয়দপুর এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তরের স্থান  পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না- সরকারের এ অঙ্গীকারের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করেন, সেজন্য সারা দেশে দলীয় জনপ্রতিনিধি ও সব পর্যায়ের নেতাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন মহাসড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে, আগামী দশদিনের মধ্যে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, দলীয় মন্ত্রী-এমপিদের নামে ব্যবহৃত এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড মানুষের চলাচলের পথে দৃষ্টি বিভ্রম ও দুর্ঘটনার সৃষ্টি করে। হাইওয়ের ডিআইজিকে এ ব্যাপারে আমরা নির্দেশও দিয়েছি। বেধে দেওয়া সময়ের মধ্যে নিজে থেকে এগুলো না সরালে আমরা নিজেরাই এগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করবো।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।