ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে সড়ক দুর্ঘটনায় বদরগঞ্জের ব্যবসায়ীসহ নিহত ২

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় বদরগঞ্জের ব্যবসায়ীসহ নিহত ২ ছবি: প্রতীকী

রংপুর: ভারতে সড়ক দুর্ঘটনায় রংপুরের বদরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার নাছিমূল গনি শাহ্ (৪৭) ও তার বড় ভায়রা আলতাফ হোসেন (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভারতের শিলিগুড়িতে এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ভায়রা ভাই আলতাফ হোসেনের চিকিৎসার জন্য ও ব্যবসায়ীক কাজে তাকে সঙ্গে নিয়ে বদরগঞ্জ থেকে পাটগ্রামের বুড়িমারী হয়ে ভারতের শিলিগুড়ি যাচ্ছিলেন নাছিমূল গনি শাহ্। পথে শিলিগুড়ি মোড়ে ট্যাংকলরির সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাছিমূল গনি বদরগঞ্জ পৌর শহরের  ডাক্তার পাড়া মহল্লার মাহাতাব শাহের ছেলে ও তার ভায়রা ভাই নিলফামারীর এল এস ডি রোড বাঁশহাটি মহল্লার বাসিন্দা।

নিহতের বড় ভাই নূরু শাহ্ তাদের মৃত্যুর সংবাদটি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।