ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ রোড এলাকায় ট্রাকচাপায় তাহমিনা আক্তার রুমি (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



তাহমিনা শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা হামদু মিয়ার মেয়ে ও একই এলাকার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল তাহমিনা। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।