ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ঝিনাইগাতীতে যুবককে পিটিয়ে হত্যা

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার তিন-আনী বাজারে এ ঘটনা ঘটে।



নিহত আব্দুল কুদ্দুস উপজেলার হাতিবান্দা পাগলারপাড় গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে আব্দুল কুদ্দুসের লোকজন ইব্রাহিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙে দেয়। এরপর শুক্রবার দুপুরে ইব্রাহিমের বড় ভাই রফিকুল ইসলামকে তিন-আনী বাজারে মারধর করে আব্দুল কুদ্দুস।

খবর পেয়ে রফিকুলের লোকজন এসে আব্দুল কুদ্দুসকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, আব্দুল কুদ্দুসের নিহতের খবরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ এক জন মৃত্যুর তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।