ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আবদুল মান্নান মিয়াজী

চাঁদপুর: চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়াজীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বাগাদী উত্তর ইচলী গ্রামের মিয়াজী বাড়িতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।



পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..... রাজিউন) তিনি। দীর্ঘদিন ধনে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ নেতা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজে জানাযায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।