ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‘জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াত নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, দীর্ঘা নাজিরপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোলাপ বলেন, যারা পাকিস্তানের আদর্শকে এখনও লালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সেই জামায়াতকে নিষিদ্ধের জন্য সারাদেশ থেকে গণমানুষের দাবি উঠেছে। জামায়াকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
 
তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করেছে, ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে চেয়েছিল তারাই এখন গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী আরো বলেন, সরকারের উন্নয়নের অগ্রগতিতে ব্যহত ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের পতন ঘটানো, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য বিদেশি লবিষ্ট নিয়োগ করে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

দেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে এজন্য আলোচনা সভায় উপস্থিত সবাইকে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন আবদুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো অপশক্তি শেখ হাসিনাকে রুখতে পারেনি, পারবেও না। ৫ জানুয়ারি সংসদ নির্বাচন হওয়ায় দেশের মানুষ এখন শান্তিতে আছে বলে মন্তব্য করেন তিনি।    

আয়োজক সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপ্তিষ চন্দ্র হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।