ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে তরুণী অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সিলেটে তরুণী অপহরণ

সিলেট: সিলেট নগরীর বন্দরবাজারে রংমহল টাওয়ারের সামনে থেকে এক তরুণীকে প্রকাশ্যে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই তরুণীকে জোরপূর্বক গাড়িতে ওঠাতে দেখেন তারা। যুবকদের টানা-হেঁচড়ায় ওই তরুণী আর্তচিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি।

তবে স্থানীয়রা অপহরণে ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কারের নম্বরটি লিখে রাখতে সক্ষম হয়েছেন। ঢাকা মেট্টো গ-২৯-৬৫৯২ নম্বরের একটি প্রাইভেট কারে ওই তরুণীকে অপহরণ করা হয়।

এদিকে, ঘটনাস্থল সংলগ্ন রংমহল টাওয়ারে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস অবস্থিত। অপহৃত তরুণী ওই কলেজের ছাত্রী হতে পারেন এমনটি ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনা শোনার পর থেকে পুলিশ চারদিকে গাড়ি তল্লাশি শুরু করেছে। ওই তরুণীর পরিচয় জানারও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এনইউ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।