ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ৩৫ স্বর্ণের বারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
দাউদকান্দিতে ৩৫ স্বর্ণের বারসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ৩৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।



আটকরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়ার রানীরহাট এলাকার মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০)।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দাউদকান্দি এলাকায় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো- চ-১৫- ৬৫৭৩) তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ি থেকে টেপ মোড়ানো অবস্থায় ৩৫টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়। আটকরা ফেনী থেকে ঢাকা যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।