ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ওয়াইল এলাকা থেকে এক গৃহবধূকে (১৯) অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের দায়ে মিজানুর রহমান (২২) নামে এক পোশাক শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে মিজানুরকে কারাগারে পাঠানো হয়।



এরআগে ভোরে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মির্জাবাজার এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণ ও ধর্ষণের দায়ে গার্মেন্টস কর্মী মিজানুরকে আটক করা হয়।

ধর্ষক মিজানুর রহমান দৌলতপুর উপজেলার হাটাইল এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি জয়দেবপুর এলাকার একটি পোশাক কারাখানায় কাজ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করে জানান, গত ১৫ ডিসেম্বর সকাল ৮টার দিকে ওয়াইল এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে জয়দেবপুর নিয়ে আটকে রেখে ধর্ষণ করে মিজানুর। শুক্রবার সকালে মেয়েটি কৌশলে তার বড় ভাইকে এ খবর জানায়। পরে তার ভাই দৌলতপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

এরপর মোবাইল ফোন ট্র্যাক করে শনিবার ভোরে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ এবং মিজানুরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।