ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‌রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‌রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ‌উত্তরায় ট্রাকের ধাক্কায় জ্যোতি আক্তার বৃষ্টি (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জ্যোতির বাবার নাম জালাল উদ্দিন। তার বাড়ি গাজীপুরের টঙ্গীতে।

উত্তরা পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে ছোট বোন তানিয়া আক্তারকে নিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন জ্যোতি। পথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামনে বাস তাদের ধাক্কা দেয়। এসময় তারা দু’বোন আহত হন।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জ্যোতিকে মৃত ঘোষণা করেন। আর তানিয়াকে বাসায় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজেডএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।