ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ঈশ্বরদীতে সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

ঈশ্বরদী(পাবনা): মানবাধিকার বিষয়ে পাবনার ঈশ্বরদীতে কর্মরত ২৫ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)।

শনিবার(১৯ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন বিএমএসএফের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, রিপোটার্স উইদাউট বডারস (আরএসএফ) এর বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মো. শাকিল মাহমুদ।

ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম রাজা, মাহাবুবুল হক দুদু ও সেলিম সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।