ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
মাগুরায় ট্রাকচাপায় যুবক নিহত

মাগুরা: মাগুরার মঘীরঢাল এলাকায় ট্রাকচাপায় জিয়া মণ্ডল(৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।   

শনিবার(১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিয়া মাগুরা সদরের রাজিবের পাড়ার আছরাফ মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাতে মাগুরা-যশোর মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন জিয়া মণ্ডল। এ সময় মঘীরঢাল এলাকায় যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আজমল হুদা বাংলানিউজকে জানান, এ দুর্ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।