ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিচ কার্নিভালের ক্ষণ গণনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিচ কার্নিভালের ক্ষণ গণনা শুরু ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংরেজি নববর্ষে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে তিন দিনব্যাপী বিচ কার্নিভালের ক্ষণ গণনার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আনুষ্ঠানিক বিচ কার্নিভালের ক্ষণ গণনার উদ্বোধন ও কার্নিভালের ঘোষনা দেন তিনি।



ক্ষণ গণনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত পর্যটন বর্ষের আয়োজনের মধ্যদিয়ে শুরু হল। শুধু কক্সবাজার নয়, সিলেটের চা বাগান, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এডভেঞ্চার ট্যুরিজম এবং দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পর্যন্ত এর ব্যাপ্তি তা ছড়িয়ে পড়বে।

তিনি আরো বলেন, নিজের দেশকে চিনুন, নিজের দেশকে জানুন এই স্লোগানকে সামনে রেখে সাগর পাহাড়ের এ দেশে পর্যটনকে তুলে ধরতে হবে। পর্যটনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টিসহ সকল প্রকার সুযোগ কাজে লাগাতে হবে।

৩১ ডিসেম্বর থেকে ০২ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য বিচ কার্নিভালের আয়োজন করছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির। এছাড়াও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী এবং বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। ক্ষণ গণনার ঘোষনার পর আতশ বাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, একত্রিশ ডিসেম্বর সকাল ১০টায় কক্সবাজার সৈকতে বিচ কার্নিভালের উদ্বোধন হবে। এই আয়োজনে দেশের সেরা শিল্পীদের কনসার্ট, বালুর ভাস্কর্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীরর সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, সার্ফিং, বিচ ক্রিকেটসসহ নানা আয়োজনের মাধ্যমে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।