ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের একটি কক্ষে আগুন, দ্রুতই নির্বাপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শাহজালাল বিমানবন্দরের একটি কক্ষে আগুন, দ্রুতই নির্বাপণ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন ধরে গেলে বন্দরে নিজস্ব ব্যবস্থাপনাতেই তা নিভিয়ে ফেলা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।



এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে। পরে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েই তা নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার স্বল্প সময়ের মধ্যেই নেভানো সম্ভব হয় বলেও জানান তিনি।

এই বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরে খবর নেওয়া হলে কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।