ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের অভিষেক ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের অভিষেক ২১ ডিসেম্বর

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওইদিন (সোমবার) সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।



এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি ও অভিষেক অনুষ্ঠান ২০১৫ এর আহ্বায়ক এস এম সালাউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ সুমন মিয়া।

এর আগে ২০১৫ সালের ১৩ অক্টোবর ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে এস এম সালাউদ্দিন সভাপতি, মোহাম্মদ সুমন মিয়া সহ-সভাপতি, মুহাম্মদ সাইদুর রহমান সাধারণ সম্পাদক, মুহাম্মদ মোফাজ্জাল হোসাইন সহ-সাধারণ সম্পাদক, মো. সোলেমান আলী সাংগঠনিক সম্পাদক, মো. কায়সার কায়সার হামিদ দফতর সম্পাদক, আতিকুর রহমান কোষাধ্যক্ষ এবং নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সফিক মিয়া সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।