ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা শহরে পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মাগুরা শহরে পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ৫ মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করা হলে মাগুরা শহরে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ বন্ধের হুমকি দিয়েছেন পৌর কর্মচারীরা।

রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে পৌরসভার গেটে তালা ঝুঁলিয়ে বিক্ষোভ শুরু করে কর্মচারীরা।

এ সময় তারা দাবি আদায়ে এ হুমকি দেন।

মাগুরা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, গত আগস্ট মাস থেকে পৌরসভার ১৩৩ জন নিয়মিত কর্মকর্তা কর্মচারীসহ অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন-ভাতা পাচ্ছেন রোববার তার বাধ্য হয়ে কর্মবিরতি পালনসহ গেটে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছেন।

এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।