ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি ও বাংলাদেশ কৃষাণী সভার নেতারা।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শীতার্ত মানুষের শীতবস্ত্রের’ দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, এবারের শীত অনেক বেশি সময় ধরে থাকবে। এতে দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়বে। এসব মানুষের পাশে মানবিক সাহায্য হিসাবে শীতবস্ত্র সরবরাহ করতে সরকার ও সামর্থ্যবানদের পদক্ষেপ নিতে হবে।

তারা বলেন, শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামীণ ভূমিহীন কৃষক, খেতমজুর এবং নিম্নআয়ের মানুষ। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

এসময় তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, দুর্ভোগের আগেই যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুন আর রশিদ, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সবুল সরকার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।