ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ৪৬ প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ফতুল্লায় ৪৬ প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৪৬ প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের (জেপিইউএফ) ভ্রাম্যমাণ হাসপাতাল।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফতুল্লার কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মোবাইল ভ্যানে করে এ চিকিৎসাসেবা
দেওয়া হয়।



এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল প্রমুখ।

জেপিইউএফ’র কর্মকর্তা হাবিবা ইয়াসমিন বাংলানিউজকে জানান, আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মোবাইল ভ্যানটি যাবে রূপগঞ্জ উপজেলায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রতিবন্দীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।