ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩ কিশোরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩ কিশোরী

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি কিশোরীকে দুই বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে।
 
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তাদের তুলে দেয়।

 
 
ফেরত আসা কিশোরীরা নরসিংদী জেলার পলাশ উপজেলা ও ঢাকার ডেমরা উপজেলার বাসিন্দা।
 
জানা যায়, রাশি নামে যাত্রাদলের এক নৃত্য শিল্পী ভালো কাজ দেওয়ার কথা বলে দুই বছর আগে তাদের ভারতে নিয়ে যায়। ভারতীয় পুলিশ বিষয়টি জানতে পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতা ইন্ডিয়া চাইল্ড ওয়েল ফেয়ার কমিউনিটি নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় নেয়। পরবর্তীতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
 
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফেরত আসা তিন কিশোরীকে বিকেলে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।