ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ২টি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
শিবগঞ্জে ২টি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় থেকে দু’টি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ রেজাউল করিম (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।



আটক রেজাউলের বাড়ি উপজেলার উজিরপুরে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এসপি অলোক বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।