ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে পিকআপ ভ্যানচাপায় ট্রাফিক পুলিশ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মির্জাপুরে পিকআপ ভ্যানচাপায় ট্রাফিক পুলিশ নিহত ছবি : প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর বাসস্ট্যান্ডের কাছে পিকআপ ভ্যানের চাপায় রতন বিশ্বাস (৩৫) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
 
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেলে রতন মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এসময় উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যানের গতি রোধ করার চেষ্টা করেন তিনি। চালক ভ্যানটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রতন বিশ্বাসের মৃত্যু হয়।  
 
পরে, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫         
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।