ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।   তারা হলেন- মামুন ও আসিফ।



সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মামুন ও আসিফ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয় মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় নেত্রকোণাগামী শাহজালাল পরিবহনের একটি বাস তাদের ‍মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।