ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনার আলীম জুট মিল শ্রমিকদের কফিন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
খুলনার আলীম জুট মিল শ্রমিকদের কফিন মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, মিল চালু, বকেয়া মজুরি দেওয়াসহ বিভিন্ন দাবিতে প্রতীকী কফিন মিছিল করেছেন খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।



কফিন মিছিলটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলের প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জুট মিল রক্ষা কমিটির আহ্বায়ক ও সিবিএ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- আলীম জুট মিলস সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম লিঠু, শ্রমিক নেতা আব্দুল হামিদ সরদার, আমিনুল ইসলাম, মো. আব্বাস বিশ্বাস, মো. আকবার আলী, হাফেজ আব্দুস সালাম, মো. মজিবর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শেখ জাকারিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আবেদ আলী, রেদোয়ান হোসেন বাহার, মো. বাবুল রেজা প্রমুখ।

সমাবেশে জানানো হয়, একই দাবিতে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায়  লাঠি মিছিল অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানান, ১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় ব্যক্তি মালিকানায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে অর্থাৎ ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয়।

এরপর থেকেই বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি মিলটি ব্যক্তিখাতে মিলটি ছেড়ে দেওয়ার কথা হচ্ছে। আর এর প্রতিবাদে আন্দোলন করছেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।