ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বগুড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠিয়েছে।


 
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
 
স্থানীয়রা জানান, সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের অদূরে উত্তর সুখানপুকুর গ্রামের সামনে রেল লাইনের ওপর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ দেখে লোকজন রেলওয়ে (জিআরপি) পুলিশকে খবর দেয়।
 
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।