ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় নতুন ভারতীয় ভিসা কেন্দ্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
উত্তরায় নতুন ভারতীয় ভিসা কেন্দ্র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উত্তরা মডেল টাউনের সাত নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫৬ নম্বর বাড়িতে নতুন এই ভিসা কেন্দ্রের  উদ্বোধন করা হয়।



ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া নতুন এ ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন দেশটির ঢাকাস্থ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ শৈকা।

এ সময় ভারতীয় স্টেট ব্যাংকের বাংলাদেশ প্রধান পিনাক চর্কবর্তীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তরায় নতুন এ ভিসা কেন্দ্র চালু হওয়ায় রাজধানীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দাঁড়ালো চারটিতে। বাকি তিনটি কেন্দ্র রাজধানীর গুলশান, ধানমণ্ডি ও মতিঝিলে অবস্থিত।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সঙ্গে ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে ভিসা আবেদন কেন্দ্র চালু করে ভারত।

এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন ছাড়াও খুলনা ও সিলেটে ভিসা কেন্দ্র চালু আছে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আরও ১০টি ভিসা আবেদন কেন্দ্রের মতো উত্তরাতেও সব ধরনের সেবা পাওয়া যাবে।

ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত এসব ভিসা কেন্দ্রে ছুটির দিন ছ‍াড়া সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হয়।

আর পাসপোর্ট সংগ্রহ করতে হয় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেপি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।