ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দেওয়ানগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

জামালপুর: ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে দেওয়ানগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী নুরন্নবী অপু ভোট বর্জন করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।



নুরন্নবী অপু অভিযোগ করেন, ‘ভোট শুরু হওয়ার সময় থেকেই ভোট কেন্দ্র দখল করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। ’

নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হয়নি। তাই আমি এ নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম। ’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক  নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন অপু।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।