ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
মঠবাড়িয়ায় ৩ দোকান পুড়ে ছাই

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারের তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।



বুধবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক বাংলানিউজকে বলেন, গভীররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, মালপত্রসহ তিনটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।