ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলীকদমে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আলীকদমে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মৃতদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই পাহাড়ি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে আলীকদম-থানছি সড়কের ১৩ কিলোমিটার এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।



স্থানীয়দের ধারণা, মৃতদেহ দুটি সশস্ত্র সংগঠন ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) সদস্যদের। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদের মৃত্যু হতে পারে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্লেলা রাজুনাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে ১৩ কিলোমিটারে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।