ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘুড়ি উড়িয়ে আকাশে ওড়ার আনন্দ

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ঘুড়ি উড়িয়ে আকাশে ওড়ার আনন্দ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে: ‘মানুষ আকাশে উড়তে পারে না। কিন্তু ঘুড়ি উড়িয়ে আকাশে ওড়ার আন্দন্দ পায় মানুষ।

’ – এভাবেই ঘুড়ি ওড়ানোর অনুভূতি প্রকাশ করেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধনের আগে বাংলানিউজকে একথা বলেন তিনি।

জাফর ইকবাল বলেন, এই ঘুড়ি উৎসব অনেক কিছুকে মনে করিয়ে দেয়। তাই আমি বলবো শুধু শহরে ইট-পাথরের ঘরের মধ্যে বা কম্পিউটারের সামনে বসে থেকে নয়, আসুন খোলা আকাশের নীচে। আকাশ দেখুন, আনন্দ উপভোগ করুন।

তিনি আরও বলেন, কক্সবাজার সব সময় ভালো লাগে, আর ঘুড়ি উৎসব একটি বড় আয়োজন। এর আনন্দ অন্যরকম। ঘুড়ি উড়িয়ে আমি শৈশবে ফিরে যাই, আনন্দ খুঁজে পাই!

এরপর জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু, পরিবেশ আন্দোলন কর্মী মিহির বিশ্বাস প্রমুখ।

তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের মূলপর্ব শুরু হবে শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে। বিভিন্ন ধরনের প্রায় চার শতাধিক ঘুড়ি আকাশে ওড়ানো হবে নতুন বছরের শুরুর দিনে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএম/এমজেএফ

** উৎসবে মেতে উঠেছে কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।