ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসেম্বর মাসে সারাদেশে হত্যাকাণ্ডের সংখ্যা ১৭০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ডিসেম্বর মাসে সারাদেশে হত্যাকাণ্ডের সংখ্যা ১৭০ ছবি: প্রতীকী

ঢাকা: এ বছর কেবল ডিসেম্বর মাসে সারাদেশে মোট ১৭০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ এক মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছেন প্রায় ৫ দশমিক ৪৮ শতাংশ।



বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অনুসন্ধান প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভা থেকে পাওয়া তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের গবেষণা ও জনসংযোগ বিভাগের পরিচালক জাহানারা আক্তার এসব তথ্য জানান।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট ১৭০ জনের মধ্যে যৌতুকের কারণে ১০ জন নিহত, পারিবারিক সহিংসতায় ২৬ জন, সামাজিক সহিংসতায় ৪২ জন, রাজনৈতিক কারণে ৩ জন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী হাতে ১১ জন, ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ’র হাতে ৪ জন, চিকিৎসকের অবহেলায় ৫ জন, গুপ্তহত্যার শিকার ১১ জন, রহস্যজনকভাবে ৪৩ জন, ধর্ষণের পর হত্যার শিকার ৬ জন, অপহরণের পরে হত্যার শিকার ৫ জন, সাম্প্রদায়িক হত্যার শিকার ১ জন এবং ৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, চলতি মাসে ২৪ জন আত্মহত্যা করেন  এবং পরিবহন দুর্ঘটনায় ১৯৭ জনের মৃত্যু হয়।

উল্লেখযোগ্য নির্যাতনের মধ্যে ধর্ষিত হয়েছেন ২২ জন, যৌন নির্যাতনের শিকার ৬ জন এবং একজন সাংবাদিক নির্যাতনের শিকার হন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।