ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা-কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

কান্ট্রি ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বরগুনা-কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ঢাকা: বরগুনায় নির্বাচনী সংঘর্ষে আহত বৃদ্ধ ও কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার( ৩১ ডিসেম্বর) বাংলানিউজের বরগুনা ও কিশোরগঞ্জ করেসপন্ডেন্টের পাঠানো খবর:

বরগুনা: বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে আহত নুরুল ইসলাম (৬৫) মারা গেছেন।


 
বেলা পৌনে ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার নির্বাচন চলাকালে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ, আওয়ামী লীগ ও  আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে আহত হন নুরুল ইসলাম।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার সদর ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় আবদুর রহিম মিয়া (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহিম কাটাবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাঈম ইবনে হাসান বাংলানিউজকে জানান, সকালে শিশুটি বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।   

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।