ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মন্ত্রণালয়ে আলাদা সেল গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সড়ক দুর্ঘটনায় মন্ত্রণালয়ে আলাদা সেল গঠনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক দুর্ঘটনায় মন্ত্রণালয়ের আলাদা সেল করার দাবি জানিয়েছেন চলচ্চিত্র নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করবে ও যাবতীয় তথ্য থাকবে এ সেলের কাছে। এর পাশাপাশি যারা দুর্ঘটনার শিকার হবেন তাদের ক্ষতিপূরণও দেওয়া হবে।

ক্ষতিপূরণ আদায় করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি।

রাজধানীতে দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে নিসচা’র চেয়ারম্যান বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে মানুষ রাস্তা ধরে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে রাজধানীতে দুর্ঘটনা বাড়ছে।

দুর্ঘটনা প্রতিরোধের উপায় হিসেবে তিনি বলেন, সরকারকে রাজধানীতে ফুটওভার ব্রিজ বেশি না করে আন্ডারপাস বেশি করতে হবে। ওভার ব্রিজগুলো উঁচু হওয়ার কারণে পথচারীরা তা ব্যবহার করতে অনাগ্রহী থাকেন।    
 
রাজধানীর কাওরান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে ও উত্তরায় এয়ারপোর্টের রাস্তার সামনে আন্ডারপাস করার দাবি জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টি জাতীয় পাঠ্যক্রমে ২০১৭ সালের মধ্যে অন্তর্ভুক্ত করারও অনুরোধ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতবারের তুলনায় চলতি বছরে নিহতের হার কমলেও দুর্ঘটনা কমানো যায়নি। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতবার এ সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২ জন।

এসময় সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের সড়ক দুর্ঘটনার একটি পরিসংখ্যান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল, কান্ট্রি ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রফেসর ড. একেএম ফজলুর রহমান ও মহাসচিব শামীম আলম দিপেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমআইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।