ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কমলাপুরে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌনে ৬টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে হলেও তিনি উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরে থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়‍া আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে উঠতে চাইছিলেন রফিকুল।

কিন্তু দৌড়ে উঠতে ট্রেনে উঠতে পারেননি। এ সময় ট্রেনের ধাক্কায় প্লাটফর্মে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের কাছে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রফিকুলের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি বেসরকারি ওয়ান ব্যাংকের বংশাল শাখায় কর্মরত ছিলেন।

নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মজিদ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।