ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশবাসীকে র‌্যাব ডিজির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
দেশবাসীকে র‌্যাব ডিজির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বেনজীর আহমেদ / ফাইল ফটো

ঢাকা: দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দেশের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ মোড়ে সংবাদিকদের ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‌্যাবও দেশব্যাপী নিরাপত্তা দিচ্ছে।

যাতে সবাই সুশৃঙ্খলভাবে ইংরেজি নববর্ষ পালন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, যাতে উৎসব মুখর পরিবেশের কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। রাত ৮টার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীল সঙ্গে সোয়াত বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার ভোর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, টিএসসিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে দিকে সজাগ রয়েছি। সোয়াত বাহিনীর সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এনএইচএফ/এজেডএস/এসজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।