ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
লক্ষ্মীপুরে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাসের চাপায় আমির হেসেন বকুল (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো দুই যাত্রী।



বুধবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর পুলিশ লাইনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন বকুল লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। চালকসহ আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস পথে অটোরিকশাটিকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আমির হোসেন বকুলের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহাব বাংলানিউজকে জানান, বাস চালক হাছান ও হেলপার বাহারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।