ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ধুনটে কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় টয়েস মিয়া (৩৫) নামে দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) রাতে উপজেলার কালেরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



শনিবার (০২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।

টয়েস মিয়া ওই গ্রামের দৌলত উজ্জামান ওরফে পোকড়া সরকারের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিদেশে পাঠানোর কথা বলে ২০০৯ সালে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মরিচতলা গ্রামের আবুল কাসেমের কাছ থেকে এক লাখ টাকা নেন টয়েস। শর্ত ছিল, বিদেশে না পাঠাতে পারলে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু আবুল কাসেমকে বিদেশে পাঠাতে ব্যর্থ হলেও সেই টাকা ফেরত দিতে তালবাহানা শুরু করেন টয়েস।

দীর্ঘদিন ঘুরেও টাকা না পেয়ে ২০০৯ সালে আবুল কাসেম বাদী হয়ে টয়েস মিয়ার বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৫ সালে টয়েস মিয়াকে দুই বছরের সাজা দেন আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে বাড়ি ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।