ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ কামারুজ্জামানের কবরে ৯ মেয়রের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শহীদ কামারুজ্জামানের কবরে ৯ মেয়রের শ্রদ্ধা

রাজশাহী: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর নবনির্বাচিত আওয়ামী লীগের ৯ মেয়র।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তারা কামারুজ্জামানের কবরে যান।



প্রথমে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ৯ মেয়রের পক্ষ থেকে কবরে ফুল দেওয়া হয়। পরে মেয়ররা তাদের নিজ নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৃথকভাবে কবরে শ্রদ্ধা জানান। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আক্তার জাহান, আয়েন উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেছা তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং নবনির্বাচিত মেয়ররা হলেন, কাঁকনহাটের আব্দুল মজিদ, গোদাগাড়ীর মনিরুল ইসলাম বাবু, মুন্ডুমালার গোলাম রাব্বানী, তাহেরপুরের আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জের আব্দুল মালেক, দুর্গাপুরের তোফাজ্জল হোসেন, কেশরহাটের শহিদুজ্জামান শহিদ, কাটাখালির আব্বাস আলী ও আড়ানীর মুক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।