ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ জানুয়ারি থেকে আখাউড়ায় থামবে বিজয় এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
৭ জানুয়ারি থেকে আখাউড়ায় থামবে বিজয় এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া: জানুয়ারির ৭ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রা বিরতি দিবে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী অান্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন।

ট্রেনটি আসা ও যাওয়া উভয় সময়ই আখাউড়ায় যাত্রাবিরতি দিবে।


অাখাউড়া পৌর নির্বাচনের পর সেখানকার বিজয়ী মেয়র তাকজিল খলিফা কাজল ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে এ তথ্য জেনেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

মেয়র কাজল জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আমাকে আবার মেয়র পদে নির্বাচিত করায় তাৎক্ষণিক উপহার হিসেবে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আখাউড়ায় বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।

এর আগে ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে বিজয় এক্সপ্রেস থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আইনমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।