ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রসিকিউশনের চেষ্টায় একের পর এক ফাঁসি বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
প্রসিকিউশনের চেষ্টায় একের পর এক ফাঁসি বহাল ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আন্তরিকতা ও অব্যাহত চেষ্টায় একের পর এক যুদ্ধাপরাধীদের ফাঁসি বহাল থাকছে বলে জানান প্রসিকিউটর তুরিন আফরোজ।

বুধবার (০৬ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান।



তুরিন আফরোজ বলেন, নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে এই রায়ের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণ হয়নি, সেগুলোর বিষয়ে রিভিউ করার সুযোগ থাকবে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন বলেন, আমাদের (প্রসিকিউশন) বিরুদ্ধে অবহেলার অভিযোগ আছে। আবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার কারণে একের পর এক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড বহাল থাকছে।
 
যেসব মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বিভিন্ন দেশে পালিয়ে আছে, ওই সব দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এবং সমঝোতার মাধ্যমে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
টিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।