ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এবং উত্তরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও উত্তরা পশ্চিম থানা সূত্রে এ তথ্য জানা যায়।



তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান, মঙ্গলবার দিনগত রাতে তেজগাঁও সাত রাস্তায় ইউসুফ আলী (২৫) নামে এক যুবক ট্রাক চাপায় আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ইউসুফের বাবার নাম রহমত আলী। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তার গ্রামে বাড়ি। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে (বিএফডিসি) ডেকোরেশনের কাজ করতেন ইউসুফ।

এদিকে, উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু খান জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আজমপুর ওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছেন। নিহত যুবকের পরনে ছিলো লাল-কালো চেক শার্ট ও কালো প্যান্ট।

নিহত দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।