ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

জাসদের ৫ নেতা হত্যা মামলা

মরদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্স কারাগারে

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
মরদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্স কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে: কুষ্টিয়া জেলা জাসদের ৫ নেতা হত্যা মামলায়  তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরে তাদের মরদেহ বহন জন্য তিনটি অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করেছে।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে তিনটি অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করে।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাফায়েত হোসেন হাবিবের ছেলে মিঠুন মন্ডল বাংলানিউজকে বলেন, কারাগার কর্তৃপক্ষের নির্দেশে ব্যক্তিগতভাবে বাবার লাশ বহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করেছি।

এছাড়াও দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন এবং রাশিদুল ইসলাম ঝন্টুর স্বজনরা জানান, রাতে মরদেহ হস্তান্তর করলে সরাসরি কুষ্টিয়‍ার দৌলতপুর উপজেলার স্ব-স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, ঢাকা কারাগার থেকে আসা জল্লাদ তানভীর হাসান রাজু ও হযরত আলী রাত ১১ টা ১ মিনিটে আনোয়ার হোসেন ও সাফায়েত হোসেন হাবিবকে এবং রাত ১১টা ৪৫ মিনিটে রাশিদুল ইসলাম ঝন্টুকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
ওএইচ/ আরএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।