ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমাস্থলে আরেক মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ইজতেমাস্থলে আরেক মুসল্লির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া নূর ইসলাম (৭২) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুযারি) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নূর ইসলামের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নূর ইসলাম বুকে ব্যাথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এদিকে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে এখন পর্যন্ত মোট দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বুকে ব্যাথা অনুভব করে এবং অন্যজন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।