ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রক্তদাত‍াদের সম্মাননা দিলো কোয়ান্টাম ফাউন্ডেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
রক্তদাত‍াদের সম্মাননা দিলো কোয়ান্টাম ফাউন্ডেশন ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বেচ্ছায় রক্তদানকারী তিন শতাধিক ব্যক্তিকে সম্মাননা জানালো রক্তদাতা সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়  জাতীয় প্রেসক্ল‍াব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

কোয়ান্টামের প্রধান সমন্বয়ক মাদ‍াম নাহার আলী বোখারীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডা. এবি এম ইউনূস।

অনুষ্ঠানে ১০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ২৮০ জন রক্তদাতাকে বিশেষ আইডি কার্ড মেডেল ও সনদপত্র ২৫ বার রক্তদান করছেন এমন ৫০ জনকে বিশেষ আইডি কার্ড ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কোয়ান্টামের কার্যক্রমের ভুয়সী প্রসংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ এ প্রতিষ্ঠানটি রক্ত দিয়ে দেশের সাড়ে ৭ লক্ষ‍াধিক মানুষকে জীবন বাঁচিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।