ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
তুরাগে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালো মিয়ার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই এলাকার কালামিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে সকালে একটি ট্রাক-মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়‍া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে ‍জানান ওসি।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে। ধারণা করছি অজ্ঞাত পরিচয়ে নিহত দুইজন গাড়ি দু’টির চালক। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।