ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা এলাকা থেকে ৪০ হকার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ইজতেমা এলাকা থেকে ৪০ হকার আটক ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিশ্ব ইজতেমা এলাকা থেকে ৪০ জন হকারকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।



টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশের বিভিন্ন সড়কে বসে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য ও খাদ্য সামগ্রী বিক্রি করছিল। এসময় অভিযান চালিয়ে ৪০ জন হকারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।