ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সানশেড ধসে দুই বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বগুড়ায় সানশেড ধসে দুই বোনের মৃত্যু

বগুড়া: বগুড়ার গাবতলীতে খেলার সময় বাড়ির সানশেড ধসে দুই বোনের মৃত্যু হয়েছে।
 
দুর্ঘটনায় নিহতরা হলো- বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা বকুল হোসেনের মেয়ে রোশনি (০৯) ও রেস্তা (৫)।


 
শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরের দিকে গাবতলী উপজেলার চক সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
এদিন সন্ধ্যায় বগুড়া পৌরসভার সংশ্লিষ্ট ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান নিহতের বিষয়টি জানান।
 
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ইসলামী জলসা উপলক্ষে রোশনি ও রেস্তা চকসুলতানপুর গ্রামে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে গ্রামের অন্য ছেলেমেয়েদের সঙ্গে তারা বাড়ির পাশে খেলতে থাকে। এসময় সানশেড ধসে দুই বোন গুরুতর আহত হয়।
 
পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে রোশনি মারা যায়। রেস্তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে রেস্তাও মারা যায়।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।