ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বরিশালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরীর বগুরা রোড এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এবং ক্রীড়া বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



৫৩টি বিষয়ের প্রতিযোগিতায় বরিশাল জেলার সব উপজেলার প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।

এদের মধ্যে ৫৩জন প্রথম পুরস্কার অর্জন করে বরিশাল অঞ্চল পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান।

বিকেল ৪টায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ।

এসময় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ লুৎফুন নাহার আফরোজ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসাইন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল প্রমুখ।

এদিকে বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, মাদারীপুর ও বাগেরহাট মিলে বরিশাল অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা ১৭ তারিখে অক্সফোর্ড মিশন স্কুলে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।