ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নড়াইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর আত্মহত্যা

নড়াইল: নড়াইলে ক্যান্সার রোগ আক্রান্ত স্ত্রীর মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে স্বামী কবীর খান (৪৭) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১০ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

কবীর খান নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামের খান পাড়ার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগতে থাকা কবীর খানের স্ত্রী শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মারা যায়। পরে মধ্য রাতে তাকে (কবীর খান) বাড়ির পাশে নির্জন জায়গায় শুয়ে কাতরাতে দেখা যায়। এসময় এলাকাবাসী টের পেয়ে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতলে নিলে কিছু সময় পরে তিনিও মারা যান।

এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। সোনিয়া (২২) ও রাকিব খান (১৮) নামে তাদের ২টি সন্তান রয়েছে।

স্থানীয় মাতবর হাসান খান বাংলানিউজকে এ বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।