ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা তোলার সময় ইজতেমা ময়দানে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
চাঁদা তোলার সময় ইজতেমা ময়দানে আটক ১

ঢাকা: গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান সংলগ্ন এলাকায় হকারদের কাছে থেকে চাঁদা তোলার সময় মো. সৈকত (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) ইজতেমার আখেরি মোনাজাতের পর ওই এলাক‍ার মধুমিতা রোড থেকে তাকে আটক করা হয়।

আটক সৈকত টঙ্গী এলাকার  মো. বাবুলের ছেলে।

দায়ত্বিরত পুলিশ কনস্টেবল কবির উদ্দিন বাংলানিউজকে জানান, মধুমিতা রোডের বিভিন্ন হকারদের কাছ থেকে চাঁদা তুলছিলেন বেশ কয়েকজন তরুণ।

‘৫-৬ জন করে দু-তিনটি গ্রুপে ভাগ হয়ে চাঁদা নিচ্ছিলেন তারা। কাছে গিয়ে জানতে চাইলে আমাদের (কনস্টেবল) টানা-হেঁচড়া শুরু করেন। এসময় অন্যান্য সহকর্মীরা এগিয়ে এলে সৈকতকে আটক করা হয়। ’

তিনি বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা হকারদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। ’

টঙ্গী থানার পিএসআই পরিমল বিশ্বাস বাংলানিউজকে বলেন, চাঁদাবাজির অভিযোগে ইজতেমা ময়দানের বাইরে থেকে সৈকত নামে এক তরুণকে আটক করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনয়ী আইনানুগ ব্যবস্থা নেওয়অ হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানয়ারি ১০, ২০১৬
এসজেএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।